দেশ কারও কাছে ইজারা দেওয়া হবে না: বাহাউদ্দিন নাছিম

- আপডেট সময় : ০৭:০০:০৮ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ ২৩৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘এ জাতি কারও কাছে মাথা নত করে না। দেশ কারও কাছে ইজারা দেওয়া হবে না। শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে বক্তব্য দেন আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম।
মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে বক্তব্য দেন আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম।
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘এ জাতি কারও কাছে মাথা নত করে না। দেশ কারও কাছে ইজারা দেওয়া হবে না। শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
আজ রোববার দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে এসব কথা বলেন আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিদেশি বন্ধুদের প্রয়োজন নেই। আওয়ামী লীগ কাউকে আশ্বাস দিয়ে বাংলাদেশকে বিক্রি করতে পারে না। বিপথগামী বিএনপি জামায়াত দেশ-বিদেশে অপ্রচার করছে। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে। দেশের মানুষ যখন নির্বাচনে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, তখন তারা চায় নির্বাচনকে বানচাল করতে। বিএনপি জামায়াত স্বৈরতন্ত্র পছন্দ করে। আমাদের গণতন্ত্রকে যারা আঘাত করবে তাদের কঠোর শাস্তির মধ্যে পড়তে হবে। যারা আগামী নির্বাচকে বানচাল করতে চায় কঠিন জবাব দিতে হবে। স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে এ দেশে একটি স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত হবে।’
নাছিম আরও বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার লক্ষ্যে শেখ হাসিনা আপসহীনভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু পাকিস্তানি, জামায়াতি যারা এদেশ ও মহান মুক্তিযুদ্ধ মেনে নিতে পারেনি তারাই প্রতিশোধ নিতে বঙ্গবন্ধুকে হত্যা করে। এখন এদেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করছে। দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চায়।’
অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নাজমুল হকের ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ. ফ. ম মাহবুবুল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেনসহ প্রমুখ।