সেরা নারী উদ্যোক্তা
- আপডেট সময় : ১০:৫২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩ ১৫৬ বার পড়া হয়েছে
“শেফ ইউনিটি বাংলাদেশ” আয়োজিত ইন্টারন্যাশনাল শেফ ডে অনুষ্ঠানে সেরা নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা অ্যাওয়ার্ড পেলেন হাসিনা আনছার।
শুক্রবার গুলসান রিও লাউঞ্জে অনুষ্ঠিত হলো ইন্টার ন্যাশলাল শেফ ডে। “বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না ১০০ রেসিপি” সম্পাদক হাসিনা আনছার সেরা নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা অ্যাওয়ার্ড পেলেন।
প্রতি পর্যায়ে পথশিশুদের নিয়ে কাজ করতে চাই। যারা সমাজে অবহেলি। টাকার অভাবে শেফ কোর্স করতে পারছে না তাদেরকে ফ্রি প্রশক্ষিণ দিতে চাই। এবং তাদের মেধা কাজে লাগিয়ে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে চাই। যাতে করে তারা নিজের পায়ে দাড়াতে পারে। তিনি জানান, আমাদের সমাজে অবহেলিত নারীরা যদি এই পেশায় আসে তাহলে পারিবারিক স্বচ্ছলতা বাড়বে। এবং পুরুষের পাশাপাশি পরিবারে তাদের অবদান অবদান এবং গুরুত্ব । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেফ ইউনিটি বাংলাদেশের উপদেষ্টা শেফ নুর এ আলম শিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেফ ফরহাদ মাহমুদ একজিকিউটিভ শেফ ইউনাইটেড হসপিটাল, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শেফ জুয়েল আহমেদ সভাপতি রয়েল বেঙ্গল মাস্টার শেফ এসোসিয়েশন, উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেফ আহসান হাবীব সভাপতি শেফ ইউনিটি বাংলাদেশ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে দেশ সেরা ২৫ জনকে এওয়ার্ড প্রদান করা হয়।