১৭ কোটি টাকার মূর্তি চুরি

- আপডেট সময় : ০৬:৩৩:০০ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ ২০৮ বার পড়া হয়েছে

আমেরিকার লস অ্যাঞ্জেলসের এক আর্ট গ্যালারি থেকে একটি ৪০০ বছর পুরোনো ব্রোঞ্জের বুদ্ধমূর্তি চুরির ঘটনা ঘটেছে। মাত্র ২৫ মিনিটের ব্যবধানে মূর্তিটি নিয়ে হাওয়া হয়ে গেছেন চোর। আর্ট গ্যালারিতে থাকা সিটিটিভি ও কড়া নিরাপত্তাও তাঁকে আটকাতে পারেনি। মূর্তিটির মূল্য ১৫ লাখ ডলার (প্রায় ১৭ কোটি)। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, মূর্তিটি ১৬০৩ সালের দিকে জাপানে বানানো হয়েছিল। সেখানে তখন ইডো শাসনামল চলে। গত সপ্তাহে সেই মূর্তি প্রদর্শনের জন্য রাখা হয় লস অ্যাঞ্জেলসের বেভারলি গ্রোভের বারাকাত গ্যালারিতে। সেই সুযোগটাই নেয় চোর। স্থানীয় সময় ভোরে এই ঘটনা ঘটে।
লস অ্যাঞ্জেলসের পুলিশ বিভাগ বলছে, ৪০০ বছর পুরোনো মূর্তিটির ওজন ১১৪ কেজি। লম্বায় এটি ৪ ফুট। এত ভারী বস্তু নিয়ে যেতে মাত্র ২৫ মিনিট সময় লেগেছে চোরের। সিসিটিভিতে ধরা পড়েছে সেই চুরির ঘটনা।
ক্যামেরায় দেখা যায়, লোকটি প্রবেশপথ ভেঙ্গে গ্যালারিতে প্রবেশ করেন। এরপর সেখানে গিয়ে মূর্তিটি নেন। মূর্তিটি ট্রাকে তুলতে বিশেষ ট্রলি ব্যবহার করেন তিনি।