ই-কমার্স ময়মনসিংহ শপিং এর উদ্যোগে ২দিনব্যাপী উদ্যোক্তা হাট শুরু হয়েছে।
গতকাল শুক্রবার ২২ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ টায় শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে বৈশাখী মঞ্চে দুইদিন ব্যাপী (EMS) উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু। উদ্বোধন শেষে মেলার প্রতিটি স্টল পরিশর্দন করেন এবং উদ্যোক্তাদের পণ্য নিজে তৈরি করা ও উদ্যোক্তা বৃদ্ধি করার জন্য আহ্বান জানান। এ সময় সাথে ছিলেন ই-কমার্স ময়মনসিংহ শপিং এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জান্নাতুন নাহার আনিকা, রকিব হাসানসহ EMS এবং জান্নাতুন নাহার আনিকা EMS চেয়ারম্যান বলেছেন সব উদ্যোক্তারা তাদের নিজস্ব প্রডাক্ট ক্রেতার কাছে দিতে পারে এবং পরিচিতি বাড়ে এই জন্য আয়োজন এবং সব উদ্যোক্তা ও ক্রেতাদের অনুষ্ঠানে আসার জন্য দাওয়াত দিয়েছে এবং ভবিষ্যতে আরও এই মেলার আয়োজন করবে। উদ্যোক্তাদের সাথে কথা বলে জানা গেছে,মেলা খুব জমজমাট হচ্ছে, প্রচুর ক্রেতা আসতাছে এবং সবাট কেনা -বেচা ভালো উদ্যোক্তারা ভবিষ্যতে এই রকম আরও মেলা হয় এই আশা ব্যাক্ত করেছে।
প্রকাশক:.........................
সম্পাদক: .......................................
বার্তা সম্পাদক: মিতু মনি
মোবাইল: 01744977947
Design & Development By HosterCube Ltd.