আমি বিউটি, সিরাজগঞ্জের মেয়ে, ২০০৯ সাল থেকে আমি ময়মনসিংহ অবস্থান করছি। আমি ছোট থেকেই চেষ্টা করেছি একজন ভালো উদ্যোক্তা হওয়ার।যেকোনো কাজই শেখার খুবই আগ্রহ ছিল এখনো আছে। হাতের কাজ করতে খুবই পছন্দ করি।আমি যখন লেখাপড়া করি তখন থেকেই সুই সুতা নিয়ে হাতের কাজ শুরু করি হাতের কাজের বিভিন্ন আইটেম নিয়ে আমি কাজ করি এবং অনেক পজেটিভ সাড়া পাই টেইলারিং থেকে শুরু করে হাতের কাজের পাপোশ,পুঁতির বিভিন্ন ডিজাইন কাজ ,হ্যান্ড পেইন্টের কাজ,বাটিকের কাজ, ব্লকের কাজ, এপ্লিকের কাজ, সব রকমের কাজ আমার জানা আছে। তাই সব কিছু নিয়ে আমি এগিয়ে যেতে চাই এটাই আমার স্বপ্ন। আমার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমার পেইজ এঞ্জেল বিউটি কালেকশন তৈরি করেছি। আমি কাজ করছি মেয়েদের সকল ধরনের ড্রেস এবং সিরাজগঞ্জের বিখ্যাত তাঁতের লুঙ্গি এবং গামছা নিয়ে। এঞ্জেল বিউটি কালেকশানের প্রোপাইটার বিউটি বলেছেন ECE গ্রুপের শরৎ সুগন্ধি মেলা ২ দিন ৬/১০/২০২৩ ও ৭/১০/২০২৩ তারিখ বৈশাখী মঞ্চ ২ জয়নাল আবেদিন পার্ক ময়মনসিংহে এঞ্জেল বিউটি কালেকশনে থাকবে সবাই নিমন্ত্রণ জানিয়ছে এবং বিশাল ছাড় দিবে বলেছে এবং সবার কাছে ওনার জন্য দোয়া চেয়েছে।
প্রকাশক:.........................
সম্পাদক: .......................................
বার্তা সম্পাদক: মিতু মনি
মোবাইল: 01744977947
Design & Development By HosterCube Ltd.