বৃহস্পতির উপগ্রহ ইউরোপা কার্বন ডাই অক্সাইড শনাক্ত করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। ধারনা করা হচ্ছে, উপগ্রহটির বরফের আস্তরণে ঢাকা মহাসাগরে কার্বন ডাই অক্সাইড রয়েছে। আর সেখানে প্রাণ থাকার সম্ভাবনা থাকতে পারে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিজ্ঞানীদের ধারণা, ইউরোপার বরফের নিচে নোনা পানির মহাসাগর রয়েছে। তবে সেখানে যদি প্রাণ থাকে তাহলে সেগুলোর জন্য সঠিক রাসায়নিক উপাদান রয়েছে কি না তা নির্ধারণ করা কঠিন।
এদিকে কার্বন ডাই অক্সাইড সমুদ্রের নিচ থেকে শনাক্ত হয়েছে কি না তা নিয়ে এখনো নিশ্চিত নয় গবেষকরা। এ প্রশ্নের উত্তর খুঁজতে মার্কিন দুই গবেষক টেলিস্কোপের পাঠানো তথ্য পর্যালোচনা করেছেন।
এ নিয়ে গবেষণার নেতৃত্ব দেওয়া গবেষক সামান্থা ত্রুম্বো বলেন, গবেষণা করে দেখা গেছে যে কার্বনটি মহাসাগরের নিচ থেকেই এসেছে। তবে গবেষকরা বলছেন, গ্রহের অভ্যন্তর থেকে শিলা-সদৃশ কার্বনেট খনিজ থেকে কার্বনটি আসতে পারে, যা পরে বিকিরণের ফলে বিচ্ছিন্ন হয়ে কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়।
সৌরজগতের পঞ্চম গ্রহ বৃহস্পতির অবস্থান মঙ্গলের পরেই। এখন পর্যন্ত বৃহস্পতির ৭৯টি চাঁদের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এর মধ্যে ইউরোপা একটি।
প্রকাশক:.........................
সম্পাদক: .......................................
বার্তা সম্পাদক: মিতু মনি
মোবাইল: 01744977947
Design & Development By HosterCube Ltd.