আমি নিজে কিছু করবো
- আপডেট সময় : ১০:২৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩ ২৩২ বার পড়া হয়েছে
১.আমার পরিচয়।
♦️আমার নাম জেসমিন জুঁই
আমার বাপের বাড়ি চাঁদপুর হাজিগঞ্জ।
এখন আমি থাকি ঢাকার রামপুরা।
আমি ঢাকার শেখ বোরহানউদ্দিন কলেজ থেকে ডিগ্রি করেছি।
২. কিভাবে আমার উদ্যোগ শুরু।
আমি চাকরি করি একটি কোম্পানিতে ( বাংলালিংকে)
তারপর আবার চাকরি নেই সেই টাও ছেড়ে দেই তারপর একটা ইস্কুলে চাকরি নেই সেটাও ছেড়ে দেয় তারপর কিছুদিন টিউশনি করি তারপর ভাবলাম নিজে কিছু করবো তখনি কাপড়ের বিজনেস করি।
নিজের হাতে কাড়রে ডিজাইন করতাম আর সেই কাজ করত আমার কিছু লোক ভালোই সেল হচ্ছিল টুকটাক সেই থেকে আমার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখি। তারপর আমার পায়ের সমস্যা দেখা দেয় ঘর থেকে বের হতে পারি না তার পর থেকে কিছু করার চেষ্টা
৩.আমার উদ্যোগের পিছনের কারণ।
♦️ আমি নিজে কিছু করবো কারো হুকুমে চলবো না সেই থেকে আমার উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা।
৪.আমি কি কি সেবা নিয়ে কাজ করছি।
♦️ আমি ফ্রোজেন খাবার নিয়ে কাজ করছি।যেমন – লাল আটার রুটি,পরোটা, চিকেন সমুচা, চিকেন রোল, চিকেন হাফ মুন পাই, কলিজা সিঙ্গারা, পুডিং মালাই জর্দা কাচ্চি ও পিঠা।
৫.একজন নারী উদ্যোক্তার বাধার কারনে ও সমাধান।
♦️ একজন নারী উদ্যোক্তার কারন থাকতে পারে অনেক। অর্থাৎ এই পেশা অনেকের ভালো চোখে দেখে না
পিছনে অনেক ধরনের মন্তব্য করে এবং আশেপাশের লোকজন ভালো চোখে দেখে না।সবার আগে বাধা দেয় পরিবার তার পরও আমি একজন নারী উদ্যোক্তা যখন নিজেকে প্রতিষ্ঠিত করব আর্থিক উন্নয়ন করব পাশাপাশি মানুষের সেবা করব তখন সব বাধা এমনিতেই দূরে চলে যাবে। এটাই হবে উচিৎ জবাব।
৬.আমার উদ্যোগ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা।
♦️ আমার উদ্যোগ নিয়ে আমার একটাই ভবিষ্যৎ পরিকল্প না আমি নিজেকে একজন হিসেবে প্রতিষ্ঠিত করব নিজের পন্যকে এটা ব্রান্ড হিসেবে সবার মাঝে তুলে ধরবো। আমার ফোনে পরিচিতি সবার কাছে পৌঁছে দেব।
সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপ টে সমাজের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা
রয়েছে সেক্ষেত্রে আবার উদ্যোগের মাধ্যমে একজন মানুষকে আর্থিকভাবে মানবিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া।
নাম- জেসমিন জুঁই
প্রতিষ্ঠান- Mealnews
পদবি- ওনার
অনেক ভালো লেগেছে। শুভকামনা আপনার জন্য।